ইবিতে সিলেটের হামলার প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:
প্রকাশিত: শুক্রবার ২১শে ফেব্রুয়ারি ২০২৫ ১১:২২ পূর্বাহ্ন
ইবিতে সিলেটের হামলার প্রতিবাদে বিক্ষোভ

সিলেটের এমসি কলেজে শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদ এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে সম্ভাব্য নৈরাজ্যের আশঙ্কায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা আওয়ামী সংশ্লিষ্ট দোষীদের বিচার, তাদের কার্যক্রম নিষিদ্ধ এবং বিশ্ববিদ্যালয়ের স্থাপনাগুলোর নাম পরিবর্তনের দাবি জানিয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে সমাবেশে পরিণত হয়। সেখানে শিক্ষার্থীরা হামলার নিন্দা জানিয়ে বিভিন্ন স্লোগান দেয় এবং প্রশাসনের কাছে এর জবাব দাবি করে।  


বিক্ষোভকারীদের দাবি, বিশ্ববিদ্যালয়ে যেসব রাজনৈতিক ব্যক্তিরা অপরাধে জড়িত তাদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। তারা অভিযোগ করেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আওয়ামী সংশ্লিষ্ট দোষীদের চিহ্নিত করে বহিষ্কার করা হলেও ইসলামী বিশ্ববিদ্যালয়ে এখনও ব্যবস্থা নেওয়া হয়নি। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামীতে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না। কেউ ছাত্রলীগের মতো আচরণ করলে তার বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।  


সমাবেশে সংগঠনের শাখা সমন্বয়ক এস এম সুইট বলেন, আওয়ামী লীগ সরকার দীর্ঘ ১৬ বছর ধরে বিনা ভোটে ক্ষমতায় থেকে কিছু বুদ্ধিজীবী তৈরি করেছিল যারা বিভিন্ন অনিয়ম বৈধ করার চেষ্টা করেছিল। ইসলামী বিশ্ববিদ্যালয়েও এমন কিছু শিক্ষক রয়েছেন যারা ২০১৮ ও ২০২৪ সালের ঘটনাকে ন্যায়সঙ্গত প্রমাণ করতে কাজ করেছিলেন। তিনি দাবি করেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে এসব অনিয়ম তদন্ত করে শ্বেতপত্র প্রকাশ করতে হবে।  


তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের ১৬ হাজার শিক্ষার্থীর সামনে এসব তথ্য উন্মোচন করতে হবে। বিগত ১৬ বছরে যেসব অনিয়ম হয়েছে, তার সবকিছু প্রকাশ করা জরুরি। তিনি বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে শাপলা ফোরাম নামে একটি সংগঠন ছিল যারা শিক্ষার্থীদের ওপর দমনপীড়নে ভূমিকা রেখেছে। এখনো তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যা শিক্ষার্থীদের জন্য হুমকি।  


বক্তারা অভিযোগ করেন, প্রশাসন বিভিন্ন দলের সঙ্গে সমঝোতা করলেও সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। তারা বলেন, কুয়েটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে, যা দুঃখজনক। এমসি কলেজের সাম্প্রতিক হামলার প্রসঙ্গ টেনে তারা বলেন, হামলাকারী যে দলেরই হোক, তাদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে।  


বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, শিক্ষাঙ্গনে সহিংসতা বরদাশত করা হবে না। প্রশাসন যদি দ্রুত পদক্ষেপ না নেয়, তাহলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে। তারা দাবি করেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সন্ত্রাস ও দখলদারিত্বের রাজনীতি বন্ধ করতে হবে।  


বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা দ্রুত দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে স্থান ত্যাগ করেন।