খাগড়াছড়িতে অসহায় মানুষের মাঝে বিজিবির চিকিৎসা সেবা

নিজস্ব প্রতিবেদক
আরিফুল ইসলাম মহিন -খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
প্রকাশিত: শনিবার ৩০শে জুলাই ২০২২ ০৭:৩০ অপরাহ্ন
খাগড়াছড়িতে  অসহায় মানুষের মাঝে  বিজিবির চিকিৎসা সেবা

পার্বত্য এলাকায় সীমান্ত সুরক্ষার পাশা পাশি ৪৩  বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রামগড় জোনের আওতাধীন  প্রত্যন্ত এলাকায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও  ঔষুধ বিতরন করেন   । 



শনিবার (৩০ জুলাই ২০২২)  সকাল ১১টায় রামগড় ৪৩ ব্যাটালিয়নের উদ্যােগে  জোনের  আওতাধীন লাচারীপাড়া বিজিবি ক্যাম্প সংলগ্ন লাচারীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে বিজিবি।



মেডিকেল ক্যাম্পেইন উদ্বোধন করেন ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জোন অধিনায়ক  লে. কর্ণেল মোহাম্মদ হাফিজুর রহমান,পিএসসি 


এসময় ৪৩ বিজিবির উপ-অধিনায়ক মেজর মনিরুজ্জামান, মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা দেন গুইমারা বিজিবি সেক্টরের বিশেষজ্ঞ ডাক্তার মেজর ডা: উম্মে হাবিবা ও মেজর ডা: সরকার রুশতী আজিজ সহ বিজিবির পদস্থ কর্মকর্তা, স্হানীয়  ইউপি মেম্বার চুথোয়াই মগ, স্কুলের শিক্ষকসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা  উপস্থিত ছিলেন। 





বিজিবি সুত্রে জানা যায়, দূর্গম এলাকা থেকে পাহাড়ী- বাঙ্গালীদের প্রায় দুই শতাধিক দরিদ্র ও অসহায় রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন।

 উদ্বোধন শেষে বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষা, সীমান্তে চোরাচালান সহ অপরাধ মুলক কর্মকান্ড দমনের  পাশাপাশি বিজিবি অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীকে  সেবা মুলক কাজ  অব্যাহত থাকবে বলে জানান