চট্টগ্রামের মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়ের নয়দুয়ারিয়া এলাকার পাহাড়ের নাপিত্তাছড়া ঝরনায় নিখোঁজ ৩ পর্যটকের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা।স্থানীয়রা জানান, গত রোববার চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকা থেকে একসঙ্গে দুই ভাই ও তাদের এক বন্ধুকে নিয়ে ঘুরতে যায় মিরসরাইয়ের নাপিত্তাছড়া ঝরনায়। পরে টানা বৃষ্টিতে প্রবল স্রোতে তিন পর্যটক পানিতে তলিয়ে যায়। তাদেরকে আর খুঁজে পাওয়া যাইনি।
গত রোববার (১৯ জুন) বিকেলে তারা তিনজনই নিখোঁজ হলে দিবাগত রাতে ঝরনা থেকে একজন মো. ইশতিয়াক (২০), নিখোঁজ দুই সহোদর তানভীর (২০) ও তারেকের (২১) মধ্যে তানভীরের মরদেহ একটি ছড়া থেকে গতকাল সোমবার বিকেল এবং মঙ্গলবার সকালে তানভীরের ছোট ভাই কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের ছাত্র তারেকের মরদেহ একটি খাল থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। নিখোঁজের ৪০ ঘণ্টার মধ্যে ৩ জনেরই মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহতরা হলেন মো. তানভির (২০) ও তারেক (২১) এবং একই এলাকার বাসিন্দা জনতা ব্যাংকের জিএম জাকারিয়ার ছেলে মো. ইশতিয়াক (২০) ।মিরসরাই থানার ওসি কবির হোসেন বলেন, ঘটনার দিন বিকেলে একজন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল ১ জনের মরদেহ উদ্ধার করার পর মঙ্গলবার আরেকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।তিনি আরও বলেন, তিনজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।