আশাশুনিতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
সচ্চিদানন্দদেসদয়, আশাশুনি উপজেলা প্রতিনিধি, সাতক্ষিরা
প্রকাশিত: সোমবার ২৫শে জুলাই ২০২২ ০৯:০৬ অপরাহ্ন
আশাশুনিতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

'নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ'  প্রতিপাদ্যকে সামনে রেখে আশাশুনিতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ এর শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৪ জুলাই) সকাল ১০ টায় আশাশুনি উপজেলা পরিষদ চত্বর থেকে ্র্যালীর মধ্যদিয়ে সপ্তাহের শুভ ঊদ্বোধন করা হয়।


জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে রালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ পুকুরের পাশে গিয়ে শেষ হয়। এসময় পুকুরে ২৫ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়। উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম চক্রবর্ত্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন ও সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে মাছ অবমুক্ত করেন।


 পরে উপজেলা বিআরডিবি মিলনায়তনে আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও মোঃ ইয়ানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়াসীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম। 


বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্র বর্ত্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন, সাবেক মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, আরডিও বিশ্বজিত কর্মকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এস এম মোস্তাফিজুর রহমান। 


অনুষ্ঠানে শ্রেষ্ঠ কার্ব মিশ্র চাষী সাইফুল আলম, শ্রেষ্ঠ বাদগা চাষী সাজ্জাদুল হক টিটল ও শ্রেষ্ঠ কার্প নার্সারী আব্দুল আওয়াল পাইলটকে ক্রেস্ট প্রদান করা হয়। সবশেষে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মীত প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।