গাছের কা- কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মো. ইমাম হোসেন মাল (৭০) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০ টায় উপজেলার চর মোনন্তাজ ইউনিয়নের দারভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইমাম হোসেন ভোলা জেলার শশীভূষণ থানার জানপুর ইউনিয়নের মৃত জয়নাল আবেদীন মালের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দেড় বছর আগে নিহত ইমাম ভোলা থেকে চরমোন্তাজ ইউনিয়নে এসে দারভাঙ্গা আশ্রয়নে বসবাস করে। তিনি পেশায় দিনমজুর ছিলেন। আশ্রয়ন সংলগ্ন বেড়িবাধেঁর পাশে থাকা একটি গাছে কা- (গাছের শাখা) কাটতে উঠে ইমাম হোসেন। কা- কেটে গাছ থেকে নেমে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যপারে রাঙ্গাবালী থানার ওসি মো. নূরুল ইসলাম মজুমজার বলেন, ‘মৃত্যু সংক্রান্ত কোন সন্ধেহ নেই। এ বিষয়ে অপমৃত্যু মামলা হবে।’
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।