কালিগঞ্জে ছাদ থেকে পড়ে রাজমিস্ত্রির করুন মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আব্দুল কাদের, উপজেলা প্রতিনিধি, কালিগঞ্জ, সাতক্ষীরা
প্রকাশিত: রবিবার ১০ই এপ্রিল ২০২২ ০৯:৫০ অপরাহ্ন
কালিগঞ্জে ছাদ থেকে পড়ে রাজমিস্ত্রির করুন মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে ঢালাইয়ের সময় ছাদ থেকে পড়ে শেখ আলাউদ্দিন (৪০) নামে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার তারালী ইউনিয়নের গোলখালী গ্রামে। 


নিহত শেখ আলাউদ্দীন উপজেলার নলতা ইউনিয়নের কাশিবাটি গ্রামের মৃত শেখ শাহামত আলীর ছেলে। 


সহকর্মী রাজমিস্ত্রী আব্দুর রহমান জানান, আলাউদ্দিন ও তিনি গোলখালী গ্রামে জনৈক কেনার বাড়ির ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন। এসময় একতলা বিল্ডিংয়ের ছাদের কার্নিশ থেকে হঠাৎ নিচে পড়ে যায় আলাউদ্দীন। গুরুতর আহত অবস্থায় তাকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


 রাজমিস্ত্রী আব্দুর রহমান আরও জানান, বিল্ডিংয়ের ছাদের উপর দিয়ে বিদ্যুৎ লাইনের তার নিয়ে যাওয়া হয়েছে। অসাবধানতাবশত: ওই তারের সাথে স্পর্শ হওয়ার কারণে আলাউদ্দীন ছাদ থেকে পড়ে গেছে বলে ধারণা করছেন তিনি। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রুপা খাঁন জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই শেখ আলাউন্দীনের মৃত্যু হয়েছে। 


কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।