যমুনায় বাড়ছে পানি, তলিয়ে যাচ্ছে নিম্নাঞ্চলের ফসলি জমি

নিজস্ব প্রতিবেদক
ফুয়াদ হাসান রঞ্জু, উপজেলা প্রতিনিধি, ভূঞাপুর, টাঙ্গাইল
প্রকাশিত: শনিবার ২১শে মে ২০২২ ০৭:০৭ অপরাহ্ন
যমুনায় বাড়ছে পানি, তলিয়ে যাচ্ছে নিম্নাঞ্চলের ফসলি জমি

গত কয়েক দিনের পাহাড়ি ঢল ও টানা বর্ষণে টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনার পানি বৃদ্ধি পাচ্ছে। এর ফলে তলিয়ে যাচ্ছে উপজেলার চরাঞ্চল গাবসারা ইউনিয়নের ফসলি জমি। অপরদিকে পানি বৃদ্ধির কারণে নদী ভাঙন আতঙ্কে রয়েছে চরাঞ্চল সহ উপজেলার অর্জুনা,গাবসারা,গোবিন্দাসী ও নিকরাইল ইউনিয়নের নদী তীরবর্তী অঞ্চলের লোকজন। 


সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার চরাঞ্চল বেষ্টিত গাবসারা ইউনিয়ন সহ যমুনা তীরবর্তী অর্জুনা, গোবিন্দাসী ও নিকরাইল ইউনিয়নের চরাঞ্চলের নিচু এলাকায় ফসলের জমি পানিতে তলিয়ে যাচ্ছে। ইতিমধ্যে পানির নিচে তলিয়ে গেছে বাদাম ও রাঁধুনী সজ। আর এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে তলিয়ে যাবে শত শত একর তিল ও কাউন। হঠাৎ করে পানি বৃদ্ধি পাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে এখানকার কৃষক।


চরাঞ্চলের গাবসারা ইউনিয়নের আজিজ, নজরুল, আকলেছ, বারেক সহ আরো কয়েকজন কৃষকের সাথে কথা বললে তারা বলেন, প্রতি বছর বন্যা আসার আগেই কয়েকবার পানি বেড়ে যায়, এর ফলে আমাদের ফসলের অনেক ক্ষতি হয়। নিচু জমির ফসল গুলো পানিতে তলিয়ে নষ্ট হয়ে যায়। রাঁধুনি সজ, তিল, কাউন সহ অন্যান্য ফসল পানিতে তলিয়ে যাচ্ছে। তবে আমাদের চরাঞ্চলের উঁচু জমিতে এখনো পানি উঠেনি। পানি উঠার আগেই যদি উঁচু জমির ফসল গুলো কাটতে পারি তাহলে নিচু জমিতে তলিয়ে নষ্ট হয়ে যাওয়া ফসলের ক্ষতি কিছুটা কাটিয়ে উঠতে পারবো।


এবিষয়ে ভূঞাপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ড. মোঃ হুমায়ুন কবির বলেন, হঠাৎ করে কয়েক দিন ধরে যমুনা নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। এর ফলে উপজেলার যমুনা চরাঞ্চলের নিচু এলাকার কিছু অংশের ফসলের জমিতে পানি প্রবেশ করতে শুরু করেছে। তবে এতে কৃষকের তেমন একটা ক্ষতি হবেনা বলে মনে করছি। বন্যা আসার আগেই তারা তিল, কাউন ও রাঁধুনী সজ সহ অন্যান্য ফসল ঘরে তুলতে পারবে।