ভূরুঙ্গামারীর তিন প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
শামসুজ্জোহা সুজন , উপজেলা প্রতিনিধি, (ভূরুঙ্গামারী) কুড়িগ্রাম
প্রকাশিত: মঙ্গলবার ১২ই এপ্রিল ২০২২ ০৪:০৯ অপরাহ্ন
ভূরুঙ্গামারীর তিন প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর তিন প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়।


মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান ভূরুঙ্গামারীতে বাজার অভিযান পরিচালনা করেন।


এসময় ভূরুঙ্গামারীর জয়মনিরহাটের ভাই ভাই ফুড প্রডাক্টসের কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন করায় কারখানা মালিক আব্দুল কাদেরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে ভূরুঙ্গামারী কলেজ মোড় এলাকার দুধকুমার ট্রেডার্স এবং ভূরুঙ্গামারী বাজারের দুই ভাই ষ্টোরকে মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে এক হাজার করে দুই হাজার টাকা জরিমানা করা হয়।


জাতীয় ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, ‘বাজার অভিযানের তিন প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাজার অভিযানে ভূরুঙ্গামারী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আবুবক্কর সিদ্দিক উপস্থিত ছিলেন।’