জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ভূঞাপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
ফুয়াদ হাসান রঞ্জু, উপজেলা প্রতিনিধি, ভূঞাপুর- টাঙ্গাইল
প্রকাশিত: শনিবার ২৩শে জুলাই ২০২২ ০৪:৫০ অপরাহ্ন
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ভূঞাপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময়

“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই শ্লোগান নিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (২৩ জুলাই) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা মৎস্য কর্মকর্তা এ.টি.এম. সামসুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন— ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্ আলম প্রামাণিক, সহ—সভাপতি সিরাজুল ইসলাম কিসলু, সাবেক সহ—সভাপতি আব্দুল আলীম আকন্দ, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শাহীন, দপ্তর সম্পাদক ফরমান শেখ, কার্যনির্বাহী কমিটির সদস্য মো. নাসির উদ্দিন ও মাহমুদুল হাসান।


এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, ২৩ থেকে ২৯ শে জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ চলাকালীন সময়ে রেনু পোনা ধরা বা মারা সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া সারাবছরই মৎস্য আইনে রেনু পোনা নিধন ও অবৈধ চায়না জাল, মশারী জাল দিয়ে মাছ ধরা নিষিদ্ধ। এসময় নিয়ম বহিভুর্তভাবে রেনু পোনা নিধনকারী ও অবৈধ চায়না জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।