প্রকাশ: ৯ জুলাই ২০২২, ১৫:২৭
নকলা উপজেলার চরকৈয়া গ্রামে শনিবার সকাল সাড়ে আটটায় ঈদ-উল-আজহা’র আগাম জামাত অনুষ্ঠিত হয়েছে।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সাথে দিনের মিলরেখে দেশের অন্যান্য স্থানের ন্যায় এ এলাকায় বরাবরের মতো উপজেলা বিভিন্ন এলাকা থেকে আগত শতাধিক মুসল্লী এবারও ঈদ-উল-আজহার জামাত আদায় করে। ঈদের জামাতটিতে পুরুষদের পাশাপাশি কালো কাপড়ের পর্দা টানিয়ে মহিলারাও ঈদের নামাজে অংশগ্রহণ করে।
আগাম ঈদের নামাজ আদায় করলেও কোরবানী করেনি আজ। আগামীকাল সোমবার এলাকার অন্যান্যদের সাথে মিলে কোরবানী করবেন বলে জানা গেছে।