প্রকাশ: ২৫ মে ২০২২, ২:৮
পটুয়াখালীর মহিপুরে মসজিদ সংস্কারের জন্য ঢেউ টিন বিতরণ করেছেন কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাড.ড.শামীম আল সাইফুল সোহাগ।
বুধবার দুপুরে মহিপুর থানার ধুলাসার ইউনিয়নের দক্ষিন চাপলি গ্রামের নুর জামে মসজিদ কমিটির সভাপতি মো.মাসুদ মুন্সির হাতে এ ঢেউ টিন তুলে দেন তিনি।
টিনের অভাবে গ্রামবাসিরা দীর্ঘদিন ধরে মসজিদটি সংস্কার করতে পারছিল না। মুছুল্লিদের দাবীর প্রেক্ষিতে তিনি এ ঢেউ টিন বিতরণ করেন।
এ সময় ইউনয়িন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু তাহের, যুবলীগ নেতা তুহিন মুন্সি, আবুল কালামসহ ওই সমজিদের মুছুল্লিরা উপস্থিত ছিলেন।