পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে এবার ভেসে এসেছে বিভিন্ন প্রজাতির হাজার হাজার জেলিফিস। শুক্রবার সন্ধ্যায় সৈকতের গঙ্গামতি পয়েন্টে এসব জেলিফিস ভেসে আসতে দেখে স্থানীয়রা। পরে সৈকতের বালুতে আটকা পরে এসব জেলিফিসের মৃত্যু হয় বলে দাবি স্থানীয়দের। জেলিফিসগুলো কোনটা দেখতে চাঁদের মতো আবার কোনটা দেখতে অক্টোপাসের মতো।
শীতের শেষে গরমের শুরুতে প্রতিবছর এভাবেই জেলিফিস সৈকতে ভেসে এসে বালুতে আটকা পরে মারা যাচ্ছে। জেলেরা জানান, লবন পানি থেকেই জেলি ফিসের জন্ম হয়। তবে এসব জেলিফিস থেকে কোন দুর্গন্ধ না ছড়ালেও পর্যটকরা গোসল করতে গিয়ে অ-স্বস্থ্যিতে পরেন।
এসব জেলিফিসের মৃত্যুর রহস্য উন্মোচন করতে ওর্য়াল্ড ফিস, উপজেলা প্রশাসন নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠিয়েছেন বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।