জাতীয় শিশু দিবসে মাটিরাঙ্গায় গৃহহীনদের মাঝে কবুলিয়ত হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক
জসিমউদ্দিন জয়নাল, খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৭ই মার্চ ২০২২ ০৫:০৬ অপরাহ্ন
জাতীয় শিশু দিবসে মাটিরাঙ্গায় গৃহহীনদের মাঝে কবুলিয়ত হস্তান্তর

যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে খাগড়াছড়ি জেলার  মাটিরাঙ্গাতে  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু কিশোর দিবস উদযাপন করেছেন উপজেলা প্রশাসন।


বৃহস্পতিবার (১৭মার্চ ২০২২ইং)সকালে মাটিরাঙ্গা উপজেলা ফ্রিডম স্কোয়ারে   বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, মাটিরাঙ্গা  পৌরসভা, মাটিরাঙ্গা থানা, আওয়ামীলীগ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন  ।  


মাটিরাঙ্গা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আশ্রাফ উদ্দিনের সঞ্চালনায় 

মাটিরাঙ্গা উপজেলা পরিষদের অডিটোরিয়ামে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু কিশোর দিবস  ও   আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।


মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আফরোজা হাবিব শাপলা, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ  মুহাম্মদ আলী,মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি এম হুমায়ন মোর্শেদ খান,মাটিরাঙ্গা উপজেলা পরিষদের মহিলা   ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম, মাটিরাঙ্গা পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা  মো:আবুল হাশেম বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন। 


স্বাগত বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা তন্মময় দত্ত ।


সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব বলেন, বাংলাদেশের মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতার নেতৃত্ব  সমগ্র বাঙালি  জাতি এক হয়েছিল যার ফলে  দেশের স্বাধীন-সার্বভৌমত্ব পেয়েছি আমরা। 


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস 


প্রধান অতিথির বক্তব্যে, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন,হাজার বছরের শ্রেষ্ট বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু কিশোর দিবসে শ্রদ্ধাভরে স্বরণ করছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের   ডাকে বাংলার দামাল ছেলেরা স্বাধীনতার সংগ্রামে  যাপিয়ে পড়েছিল  ৭ মার্চে বঙ্গবন্ধুর এই ঐতিহাসিক ঘোষণার পর দেশজুড়ে শুরু হয় সর্বাত্মক অসহযোগ আন্দোলন। ১৯৭১ সালের ২৬শে মার্চের প্রথম প্রহরে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার পূর্বে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।যার ফলে  আজ আমরা স্বাধীন দেশের নাগরিক হয়ে  বিশ্বের দরবারে   মাথা উচুঁ করে দাড়িঁয়েছি। 


আলোচনা সভা শেষে  মুজিববর্ষ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু কিশোর দিবস উপলক্ষে মাটিরাঙ্গা উপজেলায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ আওতায় উপজেলার  ১৫ জন সুবিধাভোগীর মাঝে জায়গার  দলিল হস্তান্তর, উপজেলা সমাজ সেবা, যুবউন্নয়ন, পল্লীউন্নয়নের বিভিন্ন সুবিধাভোগীদের মাঝে  চেক বিতরন করেন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মো:রফিকুল ইসলাম ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব। 


উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপি মেলা, শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর প্রতিকৃতি অঙ্কন, হাতের সুন্দর লেখা, রচনা, সঙ্গীত,  শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান  বাদ যোহর কেন্দ্রীয় মসজিদ সহ উপজেলার সকল  মসজিদে মিলাদ ও মন্দিরের বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত।