ঈদে ঢাকা ছেড়ে যাওয়া নগরবাসীর দামি স্বর্ণালংকার আত্মীয়ের বাসায় রেখে যাওয়ার পরামর্শ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি’র কমিশনার মো. শফিকুল ইসলাম।
সোমবার (১৮ এপ্রিল) ডিএমপির সদর দফতরে মার্চ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন।
শফিকুল ইসলাম বলেন, ঈদের সময় প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য নগরবাসীর অনেকেই গ্রামের বাড়িতে যান। এসময় তাদের বাসাবাড়ি তালাবদ্ধ অবস্থায় ফাঁকা থাকে। তখন যেন কোনও ধরনের অঘটন না ঘটে, সেজন্য বাসা বাড়ির নিরাপত্তা প্রহরীদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।
একইসঙ্গে ঢাকা ছেড়ে যাওয়া নগরবাসীর দামি স্বর্ণালংকার আত্মীয়ের বাসায় রেখে যাওয়ার পরামর্শ দেন মো. শফিকুল ইসলাম।
রমজান ও ঈদে অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার কথাও বলেন ডিএমপি কমিশনার।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।