গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চুরির অভিযোগে শহিদুল হোসেন (৪০) নামের এক যুবককে মারধর করে গলায় জুতার মালা পরিয়ে পাটগাতী বাজার এলাকা ঘুরিয়েছে স্থানীয় জনতা। পরে ওই বাজারের ব্যবসায়ীরা তাকে পুলিশে না দিয়ে ছেড়ে দেন। এ ঘটনা জানাজানি হলে বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে তোলপাড় সৃষ্টি হয়। তবে বিষয়টি শেষ পর্যন্ত পুলিশের কানে গেলে তারা খোঁজখবর নিতে শুরু করে। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাজারে এ ঘটনা ঘটে। ওই যুবকের বাগি পার্শ্ববর্তী বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার হিজলা গ্রামে। সে ওই গ্রামের মোতালেব হোসেনের ছেলে।
পাটগাতী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মইনুল ইসলাম অপুর সঙ্গে কথা হলে তিনি সংবাদকর্মীদের জানান, ওই যুবক গত ১৪ জানুয়ারি পাটগাতী বাজারের মনি ইলেকট্রনিকস থেকে দুটি এলইডি টিভি ও একটি খাবারের দোকান থেকে ১৪ হাজার টাকাসহ মানিব্যাগ ও শিমলা সুইটস থেকে একটি মোবাইল চুরি করে।
পরে দোকানদাররা বণিক সমিতির কার্যালয়ে অভিযোগ দিলে সিসি ক্যামেরার মাধ্যমে চোর শনাক্ত করা হয়। কিন্তু সে কারও পরিচিত না হওয়ায় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
তিনি আরও জানান, বৃহস্পতিবার বিকেলে এক ব্যক্তি বিভিন্ন দোকানের সামনে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করায় ব্যবসায়ীরা তাকে আটক করেন। তখন সিসি ক্যামেরার ছবির সঙ্গে তার চেহারা (আটক ব্যক্তি) মিলে যাওয়ায় বিক্ষুব্ধ ব্যবসায়ীরা তাকে মারধর করে জুতার মালা পরিয়ে পুরো বাজার ঘোরান। পরে মানবিক কারণে তাকে পুলিশে না দিয়ে ছেড়ে দেওয়া হয়।
পাটগাতী বাজার বণিক সমিতির সভাপতি মাহাবুবুর রহমান জানান, বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন। বিষয়টি তিনি শুনেছেন। এ ঘটনা ব্যবসায়ীরা করেননি। উৎসুক জনতা করেছে। এটা অত্যন্ত দুঃখজনক বলেও তিনি মন্তব্য করেন।
টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) তন্ময় মন্ডল জানান, বিষয়টি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা জানতে পেরেছেন। কেউ পুলিশকে এ ঘটনা জানায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে ওই ব্যক্তির খোঁজ নেওয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।