দৌলতপুরে ২ মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৫

নিজস্ব প্রতিবেদক
গোলাম সিদ্দিক জান্টু, জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: শনিবার ২০শে নভেম্বর ২০২১ ০৪:৪২ অপরাহ্ন
দৌলতপুরে ২ মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৫

কুষ্টিয়ার দৌলতপুরে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে ককটেল বিস্ফোরণ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন।


শুক্রবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পিয়ারপুর দাসপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


শনিবার (২০ নভেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন।


পিয়ারপুর ইউপি চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রার্থী আবু ইউসুফ লালু বলেন, দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানায়, ইউপি নির্বাচনে ভোট চাওয়াকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী দুই মেম্বার প্রার্থী সালামত ও আব্দুল হান্নানের সমর্থকরা সংঘর্ষে লিপ্ত হয়। এসময় তারা একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণ করে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। 


খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সংঘর্ষে লিপ্তরা পালিয়ে যায়। সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছেন। এদের মধ‌্যে চারজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেলেও পলান (৪৫) নামে একজনকে দৌলতপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি।