দৌলতদিয়ায় হাইড্রোলিক হর্ন অপসারণে অভিযান, জরিমানা

নিজস্ব প্রতিবেদক
মইনুল হক মৃধা, জেলা প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশিত: মঙ্গলবার ২৬শে অক্টোবর ২০২১ ০৬:১৫ অপরাহ্ন
দৌলতদিয়ায় হাইড্রোলিক হর্ন অপসারণে অভিযান, জরিমানা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌরতদিয়ায় শব্দদূষণে নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে ৬টি যানবাহনকে জরিমানা করা হয়েছে।


উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনাল এলাকায় মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়। এ সময় ৬ টি যানবাহনে হাইড্রোলিক হর্ন থাকায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ এর ১৫ (২) এবং শব্দ দূষণ বিধি ২০০৬ এর ৮ এর লঙ্ঘন না মানায় মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়।


এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম।


এসময় আরো উপস্থিত ছিলেন, ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মিতা রানী দাস, পরিদর্শক মনিরুজ্জামান শেখ ও গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল। 


ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টেট মো. রফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার সকালে দৌলতদিয়া বাস টার্মিনাল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন যানবাহনের হাউড্রোলিলক হর্নের মানমাত্রা পরীক্ষা করা হয়। অভিযানকালে যেসব যানবাহনের নিধারিত মানমাত্রার চেয়ে বেশি শব্দ পাওয়া যায়, সেই যানবাহনগুলোকে জরিমানা করা হয়।


তিনি আরো বলেন, অভিযানে শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০০৬ অনুসারে ৬টি যানবাহনকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।