সরাইলে জাতীয় কন্যাশিশু উদযাপন উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৩০শে সেপ্টেম্বর ২০২১ ০৫:১২ অপরাহ্ন
সরাইলে জাতীয় কন্যাশিশু উদযাপন উপলক্ষে আলোচনা সভা

সরাইল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অফিসের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে দশ টায় "আমরা কন্যাশিশু প্রযুক্তিতে সমৃদ্ব হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো"এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে সরাইল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে  আলোচনা সভার আয়োজন করা হয়েছে।সরাইল উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) মো. আরিফুল হক মৃদুলে'র সভাপতিত্বে আলোচনা সভায়  বক্তব্য রাখেন, সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভৃমি) ফারহানা নাসরিন।


উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. ফাতেমা আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোছা. নাজমা বেগম, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো.আইয়ুব খান, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসের সহকারী কর্মকর্তা মো. মোস্তফা হোসেন প্রমুখ। অনুষ্ঠানের প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শারমিন আক্তার।


আলোচনা সভার সভাপতির বক্তব্যে সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুল বলেন,কন্যা শিশুরা এখন আর বোঝা নয়। বতর্মান সরকার নারীদের ক্ষমতায়নসহ তাদের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছেন,আসুন সকলে মিলে বৈষম্য দূর করে দেশের উন্নয়নে কাজ করেন।