কাউখালীতে উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকারের অভিযান

নিজস্ব প্রতিবেদক
সৈয়দ বশির আহম্মেদ, উপজেলা প্রতিনিধি কাউখালি (পিরোজপুর)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৯শে অক্টোবর ২০২৩ ০৮:৪৬ অপরাহ্ন
কাউখালীতে উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকারের অভিযান

পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকারের অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে অনিয়মের কারণে জরিমানা করা হয়েছে। 


বৃহস্পতিবার দুপুরে (১৯ অক্টোবর) কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক দেবাশীষ রায় যৌথ অভিযান পরিচালনা করে উপজেলার দক্ষিণ বাজারের সাগর এন্টারপ্রাইজের মালিক বাসুদেব কুন্ডুর দোকানের লাইসেন্স না থাকা ও মেয়াদ উত্তীর্ণ কীটনাশক রাখার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


 উপজেলার চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নে চিড়াপাড়া অটোস্টানের শেখ বেকারির মালিক লিমন শেখকে ক্ষতিকারক এলমুনিয়া ও লেবেন বিহীন বিস্কুট রাখার অপরাধে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 


অভিযানের সময় উপস্থিত ছিলেন, কাউখালী সহকারী কমিশনার (ভূমি) মোঃ বায়েজিদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুজন সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা সোমা দাস, সেনেটারী ইন্সপেক্টর এম ইলিয়াস উদ্দিন সহ পুলিশের একটি টীম।