চট্টগ্রাম নগরীর পাথরঘাটা এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে শিশুদের খাদ্যপণ্য উৎপাদন করায় একটি কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৪ আগষ্ট) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ অভিযান চালান।
এসময় উপস্থিত ছিলেন চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা এবং সার্বিক সহায়তা করে চট্টগ্রাম মেট্রােপলিটন পুলিশ (সিএমপি)।
চসিকের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী জানান, নগরীর পাথরঘাটা এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে শিশুদের খাদ্যপণ্য জেম, জেলি, লিচি, আইচবার ও ললিপপ উৎপাদন করার কারণে একটি কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।