৩৩৩’ ফোনঃ নাটোরে খাবার পেলেন ১০০ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৪শে জুন ২০২১ ১২:১২ অপরাহ্ন
৩৩৩’ ফোনঃ নাটোরে খাবার পেলেন ১০০ জন

জাতীয় জরুরি সেবা ‘৩৩৩’ এ কল করে খাদ্যসহায়তা পেলেন নাটোর সদর উপজেলার ১০০টি পরিবার। খাদ্য সহায়তা চাওয়া ১০০ জন ব্যক্তির মাঝে বুধবার (২৩ জুন) নাটোর সদর উপজেলা পরিষদ চত্বরে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করেন নাটোর জেলা প্রশাসক শামীম আহমেদ।





এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম রমজান, উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম প্রমুখ। 




এসময় জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন,‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী করোনার প্রভাবে কর্মহীন মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়ার নির্দেশ বাস্তবায়ন করা হচ্ছে। 




যারা আমাদের ’৩৩৩’ হটলাইনে যারা ফোন করেছিলেন সেগুলো যাচাই-বাচাই করে প্রকৃত কর্মহীনদের ঘরে ঘরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে।’




খাদ্যসামগ্রী পেয়ে সাধারণ মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।