স্বাস্থ্য বিধি না মেনে অতিরিক্ত যাত্রী পরিবহন করায় শরীয়তপুরে মঙ্গলমাঝির ঘাটে ৩ টি লঞ্চকে ২৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত ।
মঙ্গলবার বিকাল ৫ টায় জাজিরার মাঝীরঘাটে অধিক যাত্রী পরিবহনের অপরাধে ফোরষ্টার শিপিং লাইন্সকে ১৫ হাজার, বেপারি নেভিগেশন কোং ৩ হাজার ও সার্বিক শিপিং লাইন্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জাজিরা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুজ্জামান ভূঁইয়া। এসময় উপস্থিত ছিলেন জাজিরা থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান প্রমুখ ।
জাজিরা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুজ্জামান ভূঁইয়া বলেন, স্বাস্থ্য বিধি না মেনে অতিরিক্ত যাত্রী পরিবহন করায় জাজিরা মঙ্গলমাঝির ঘাটে ৩ টি লঞ্চকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সতর্কতামূলকভাবে এই জরিমানা করা হলো। ভবিষ্যতে এধরণের কাজ করলে আরও কঠোর পদক্ষেপ নেয়া হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।