মির্জাপুরে হেরোইন ও মদসহ ৩ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক
মির্জা শহিদুজ্জামান দুলাল, জেলা প্রতিনিধি, টাঙ্গাইল:
প্রকাশিত: শনিবার ৫ই জুন ২০২১ ১২:৪১ অপরাহ্ন
মির্জাপুরে হেরোইন ও মদসহ ৩ মাদক কারবারি আটক

টাঙ্গাইল র‌্যাব অভিযানে মির্জাপুরে শনিবার গোড়াই রাকের টেকি এলাকা হতে শাহানাজ বেগম শাহানাকে বিশ গ্রাম হেরোইন ও এক লক্ষ তেত্রিশ হাজার নয়শত টাকা সহ হাতেনাতে গ্রেফতার করেন।


অপরদিকে একই সময়ে মির্জাপুর থানার গায়রা বেতিল গ্রামে অভিযানে সখিপুর থানার  তক্তারচালা গ্রামের নীল মোহন নীলু সরকার এর ছেলে অজয় সরকার, ও মৃত- ফরিদ মিয়ার ছেলে মোঃ শামীম মিয়াকে ত্রিশ লিটার দেশীয় চোলাই মদ সহ গ্রেফতার করেন। 



র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৫জুন শনিবার ভোরে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার গোড়াই রাকের টেকি এলাকায় অভিযান চালিয়ে । শাহানাজ বেগম শাহানাকে ২০ (বিশ) গ্রাম হেরোইন এবং মাদক বিক্রয়ের নগদ এক লক্ষ তেত্রিশ হাজার নয়শত টাকা সহ হাতেনাতে গ্রেফতার করেন।


অপরদিকে একই সময়ে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন গায়রা বেতিল গ্রামের এক মুদি দোকানের পিছনে অভিযান পরিচালনা করে। সখিপুর থানার  তক্তারচালা গ্রামের নীল মোহন নীলু সরকার এর ছেলে  অজয় সরকার, ও মৃত- ফরিদ মিয়ার ছেলে মোঃ শামীম মিয়াকে ত্রিশ লিটার দেশীয় চোলাই মদ ০২টি মোবাইল ফোন এবং ০৪টি সিম কার্ড সহ হাতেনাতে গ্রেফতার করেন। 


 মোহাম্মদ ইলিয়াস খান জানান, জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য হেরোইন এবং দেশীয় চোলাই মদ অবৈধভাবে সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাসহ অন্যান্য থানা এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে আসছে। আসামীগণদের বিরুদ্ধে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানায় ০২টি নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে।

 

#ইনিউজ৭১/জিয়া/২০২১