ফসলি জমিতে পুকুর খনন করায় জরিমানা

নিজস্ব প্রতিবেদক
মোঃ আশিকুর রহমান টুটুল, জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: শনিবার ১৭ই এপ্রিল ২০২১ ১২:০৩ অপরাহ্ন
ফসলি জমিতে পুকুর খনন করায় জরিমানা

নাটোরের লালপুরে জসলি জমিতে পুকুর খনন করায় এক ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাম্মি আক্তারের ভ্রাম্যমাণ আদালত।


শনিবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার ওয়ালিয়া ইউপির ফুলবাড়ি গ্রামে এই অভিযান চালায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাম্মি আক্তার।


নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাম্মি আক্তার এই অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, ‘আইন অমান্য করে ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন করায় ওয়ালিয়া ইউপির ফুলবাড়ি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


ফসলি জমিতে পুকুর খনন বন্ধে এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।’


#ইনিউজ৭১/জিয়া/২০২১