সরাইলে টিকা গ্রহন করেছেন ২ হাজার ৩ শত ৭৮ জন

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: শুক্রবার ১৯শে ফেব্রুয়ারি ২০২১ ০১:২৮ অপরাহ্ন
সরাইলে টিকা গ্রহন করেছেন ২ হাজার ৩ শত ৭৮ জন

ব্রাহ্মণবাড়িয়া সরাইল টিকা কার্যক্রম উদ্বোধন এর পর থেকে প্রথম ডোজ সম্পন্ন করেছে ২ হাজার ৩ শত৭৮ জন।আজ সরাইল সরকারি হাসপাতালে টিকা কেন্দ্র ঘুরে দেখা যায়,প্রতিদিনই টিকাকেন্দ্রে ভিড় বাড়ছে। টিকা গ্রহণের জন্য মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।


কারণ টিকা গ্রহণের পর সবাই সুস্থ আছেন। টিকা গ্রহণের পর অল্প সংখ্যক মানুষের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলেও তা ছিল মৃদু। প্রাথমিক চিকিৎসা নিয়ে তারাও এখন সুস্থ আছেন।এর মধ্য দিয়ে টিকার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে জনমনে যে সংশয় তৈরি হয়েছিল তা কেটে গেছে।


ফলে টিকা গ্রহণে মানুষের স্বতঃস্ম্ফূর্ত সাড়া মিলেছে। প্রত্যেকটি কেন্দ্রে টিকা গ্রহীতাদের উপচেপড়া ভিড়। কর্তৃপক্ষ ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে।টিকাদানে (১৮ ফেব্রুয়ারি ) বৃহস্পতিবার সরাইল উপজেলায় টিকা গ্রহণ করেন -২৮৫ জন,(পুরুষ ১৭০ জন - মহিলা ১১৫ জন) সর্বমোট এ পর্যন্ত ২৩৭৮ জন টিকা নিয়েছেন।অর্থাৎ, গত কয়েক দিনের হিসাব পর্যালোচনা করলে দেখা যায়,


প্রতিদিনই টিকাদানের হার ব্যাপকভাবে বেড়েছে। এদিকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়,সরাইল উপজেলা কভিড-১৯ ভ্যাকসিন  ওয়েব এ নিবন্ধন সম্পন্ন করেছেন ৩২১২ জন। বৃহস্পতিবার টিকা গ্রহণ করেন মোট ২৮৫ জন,(পুরুষ ১৭০ জন - মহিলা ১১৫ জন)।১ম ডোজ এ সম্পন্ন করেছেন ২৩৭৮ জন।


এ ব্যাপারে জানতে চাওয়া হলে সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোমান মিয়া বলেন,স্বাস্থ্যমন্ত্রীর আনুষ্ঠানিক ঘোষণার পরেই উপজেলায় এ কার্যক্রম শুরু হয়েছে। অনলাইনে এ পর্যন্ত ৩২১২ জন রেজিষ্ট্রেশন করেছে। ১মদিন থেকে ২৩৭৮ জন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ টিকা গ্রহন করেছেন। বাকিরা পর্যায়ক্রমে গ্রহন করবে। পরে দ্বিতীয় রাউন্ডে টিকা তারা পাবেন।


তিনি আরও বলেন,মানুষের মাঝে একটু ভুল-বোঝাবুঝি ছিল, প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি,গণমাধ্যম ও রাজনৈতিক ব্যক্তিরা টিকা গ্রহন করার পর,এখন দিবালোকের মত পরিষ্কার হয়ে গেছে।মানুষ বুঝতে পেরেছে ঠিকানা দেওয়া আমাদের কাম্য। তাই স্বতুঃফুর্তভাবে সকলে টিকা গ্রহন করছে।উল্লেখ্য,সরাইল উপজেলায় প্রথম ধাপে ৬ হাজার ডোজ টিকা পাওয়া গেছে।