রাণীশংকৈলে জাল ভোট দিতে এসে আটক ২ যুবক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ১৪ই ফেব্রুয়ারি ২০২১ ১০:৩১ পূর্বাহ্ন
রাণীশংকৈলে জাল ভোট দিতে এসে আটক ২ যুবক

রাণীশংকৈল ডিগ্রি কলেজ কেন্দ্রে ৩টার সময় জাল ভোট দিতে এসে আরো ১জন আটক হয়েছে আটককৃত হলেন কলেজপাড়া মহল্লার সবুর আলীর পুত্র ওমর ফারুক (১৮)।জাল ভোট  প্রদানের অভিযোগে ওমর ফারুক কে আটক করে কর্তব্যরত আইনশৃঙ্খলা বাহিনী।রাণীশংকৈল পৌর নির্বাচন,


 অন্যদিকে আজ সকাল ১১টায় রাণীশংকৈলে সন্দেহ ভাজন জাল ভোট দিতে এসে রনি নামে এক যুবককে আটক করেছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট। আটক যুবক উপজেলার দোশিয়া গ্রামের রনি বলে জানা গেছে। 


আটক রনি জানান নৌকার সমর্থক হরতাল আমাকে একটি ভোটার নাম্বার স্লিপ দিয়ে ভেতরে পাঠিয়েছে। সকাল ১০টায় জেলার রাণীশংকৈল পৌরসভায় ভোট গ্রহণ শুরুর ২ ঘন্টা পরেই দি সানরাইজ কিন্ডারগার্টেন কেন্দ্রে এ ঘটনা ঘটে।রবিবার সকাল থেকে রাণীশংকৈল পৌরসভার ভোট গ্রহণ শুরু হয়েছে। 


রাণীশংকৈল পৌরসভায় ৯টি কেন্দ্রে ভোটণ গ্রহণ কার্যক্রম চলছে।আইনশৃঙ্খলা রক্ষায় ভোট কেন্দ্রগুলোতে ৯জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্বাবধানে ১ প্লাটুন বিজিবি র‌্যাবের ৩টি টিমসহ পুলিশ আনসার বাহিনীর সদস্যরা নিয়োজিত আছে।পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৭’শ ২ জন। যার মধ্যে নারী ভোটার ৭ হাজার ৩’শ ১২ জন এবং পুরুষ ভোটার ৭ হাজার ৩’শ ৯০ জন।