অবশেষে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক
জিয়াউল হক জুয়েল (স্টাফ রিপোর্টার)
প্রকাশিত: মঙ্গলবার ২৬শে জানুয়ারী ২০২১ ০৬:৩৮ পূর্বাহ্ন
অবশেষে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি)। আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে এই নৌপথে ফেরি চলাচল শুরু


হয়।এর আগে গতকাল সোমবার দিবাগত রাত ৩টা থেকে পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া থেকে রাজবাড়ীর দৌলতদিয়া পর্যন্ত নৌপথে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়।


বিআইডব্লিউটিসির আরিচা সেক্টরের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল বলেন, পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। এ কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা


হয়েছিল। আজ সকাল সাড়ে ৮টা থেকে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় ফেরি চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়।ফেরি চলাচল শুরু হওয়ার পর প্রাইভেটকার ও যাত্রীবাহী পরিবহণ অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে। এতে সাধারণ যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।