প্রকাশ: ৩১ মে ২০২০, ১৫:৪২
মানুষ এমনিতেই বড় উদাসিন। আর আমল-ইবাদতের ব্যাপারে আরও বেশি উদাসিন। মানুষের জন্য সহজ দুটি অভ্যাসে অনেক নেক লাভের সুযোগ রয়েছে। শয়তান মানুষকে এ আমলগুলো থেকে বিরত রাখার প্রচণ্ড চেষ্টা করে বলে জানান প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসেই ওঠে এসেছে এসব বর্ণনা-
প্রত্যেক নামাজের পর ১০ তাসবিহ
(কারণ এই যে) শয়তান নামাজের মধ্যে এসে বলে, অমুক প্রয়োজন বা অমুক কথা স্মরণ কর। অবশেষে তাকে বিভিন্ন খেয়ালে মশগুল করে দেয়, যেন এই কালেমাগুলো পড়ার কথা খেয়াল না থাকে। আর বিছানায় এসে তাকে ঘুম পাড়াতে থাকে। এইভাবে সে কালেমাগুলো না পড়েই ঘুমিয়ে পড়ে।' (ইবনে হিববান, আবু দাউদ, তিরমিজি)আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে প্রত্যেক নামাজের পর এবং ঘমের সময় বিছানায় শুয়ে এ তাসবিহগুলো যথাযথ আদায় করার তাওফিক দান করুন। আমিন।