
প্রকাশ: ১৮ জুন ২০১৯, ১৫:১৫

আল্লাহ তাআলা মুমিন বান্দার দোয়া সব সময় কবুল করে থাকেন। তারপরও প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুনির্দিষ্ট কিছু সময়ের কথা হাদিসে পাকে উল্লেখ করেছেন। যে সময়গুলো দোয়া করলে আল্লাহ তাআলা নিশ্চিতভাবে বান্দার দোয়া কবুল করেন। আর তাহলো-
>> রাতের শেষ তৃতীয়াংশে
>> আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া
>> জুমআর দিনের দোয়া
>> সেজদার সময়ের দোয়া
>> ফরজ নামাজের পরের দোয়া
>> কদরের রাতের দোয়া

>> বৃষ্টি হওয়ার সময়ের দোয়া
>> আরাফাতের দিনের দোয়া
>> জিলহজ মাসের প্রথম ১০ দিনের দোয়া
>> রোজাদার ব্যক্তির ইফতারের সময়ের দোয়া
মুমিন মুসলমানের উচিত এ সময় ও দিনক্ষণগুলোতে বেশি বেশি তাওবা-ইসতেগফারের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। নিজের একান্ত চাহিদাগুলো পূরণে আল্লাহর কাছে প্রার্থনা করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে উল্লেখিত দিন ও সময়ে তাওবা-ইসতেগফারসহ দোয়া করার তাওফিক দান করুন। আমিন।
ইনিউজ ৭১/এম.আর