হাকিমপুরে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন শুরু

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, নিজস্ব প্রতিনিধি (দিনাজপুর)
প্রকাশিত: শনিবার ১৫ই মার্চ ২০২৫ ০৪:১০ অপরাহ্ন
হাকিমপুরে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন শুরু

সারাদেশের মতো দিনাজপুরের হাকিমপুর উপজেলায় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলার মোট ১১ হাজার ১৭০ জন শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।  


শনিবার সকাল সাড়ে ১০টায় হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইলতুতমিশ আকন্দ। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় স্বাস্থ্যকর্মী, অভিভাবক ও শিশুরা।  


সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা গেছে, ৬ থেকে ১১ মাস এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর জন্য মা-বাবা তাদের সন্তানদের নিয়ে হাসপাতালে আসছেন। শিশু নাবিলাকে ক্যাপসুল খাওয়াতে নিয়ে আসা মা শামীমা আক্তার বলেন, ভিটামিন-এ প্লাস ক্যাপসুল শিশুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি শিশুদের বেড়ে ওঠা এবং বিকলাঙ্গতা প্রতিরোধে সহায়ক। রমজান মাস হওয়ায় সকাল সকালই এসেছি।  


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে দায়িত্বরত এক সেবিকা (নার্স) জানান, ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। সকাল ১১টা ১০ মিনিট পর্যন্ত এই কেন্দ্রে ৮ জন শিশুকে নীল ক্যাপসুল এবং ৬৮ জন শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হয়েছে।  


হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইলতুতমিশ আকন্দ বলেন, হাকিমপুর উপজেলার ১টি পৌরসভা ও ৩টি ইউনিয়নে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন চলছে। হাসপাতালসহ মোট ৯৭টি কেন্দ্রে ১১ হাজার ১৭০ জন শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশু ১ হাজার ২১০ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু ৯ হাজার ৯৬০ জন।  


তিনি আরও জানান, ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে শিশুদের অপুষ্টিজনিত সমস্যা কমিয়ে আনা সম্ভব হবে। শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।  


স্থানীয়রা জানান, ভিটামিন-এ ক্যাপসুল শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং তাদের স্বাস্থ্য সুরক্ষায় সহায়ক। এ ধরনের কর্মসূচি শিশুদের সুস্থভাবে বেড়ে উঠতে সাহায্য করে।  


হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশাপাশি বিভিন্ন কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন চলছে। অভিভাবকদের নিকটস্থ কেন্দ্রে গিয়ে শিশুদের ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানানো হয়েছে।