ঢাকা মেট্রো রেল কর্তৃপক্ষ (ডিএমটিসিএল) পবিত্র রমজান মাস উপলক্ষে মেট্রোরেলের সময়সূচিতে পরিবর্তন এনেছে। ২৭ ফেব্রুয়ারি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ডিএমটিসিএলের উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উলাহ শরিফী এ তথ্য জানান।
নতুন সময়সূচি অনুযায়ী, উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম মেট্রোরেল সকাল ৭টা ১০ মিনিটে ছাড়বে এবং সর্বশেষ ট্রেন রাত ৯টায় চলবে। অন্যদিকে মতিঝিল থেকে প্রথম ট্রেন সকাল সাড়ে ৭টায় ছাড়বে ও শেষ ট্রেন রাত ৯টা ৪০ মিনিটে ছাড়বে।
এ সময়সূচি পুরো রমজান মাসজুড়ে কার্যকর থাকবে এবং ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত এটি বলবৎ থাকবে। তবে শনিবার, অন্যান্য সরকারি ছুটির দিন এবং শুক্রবারের ট্রেন চলাচলের সময়সূচি অপরিবর্তিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
রমজানে যাত্রীদের জন্য বিশেষ কিছু নির্দেশনাও দিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। ইফতারের সময় প্রত্যেক যাত্রী সর্বোচ্চ ২৫০ মিলিলিটার পানির বোতল বহন করতে পারবেন। তবে যাত্রীদের নিশ্চিত করতে হবে যে পানি যেন ট্রেনে বা স্টেশনে পড়ে না যায়।
পানির বোতল ব্যবহারের পর অবশ্যই নির্ধারিত ডাস্টবিনে ফেলতে হবে। প্ল্যাটফর্ম, কনকোর্স এবং মেট্রোরেলের অভ্যন্তরে অন্য কোনো ধরনের খাবার গ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে বলে জানানো হয়েছে।
এ বিষয়ে মেট্রোরেল কর্তৃপক্ষ যাত্রীদের সচেতন ও দায়িত্বশীল হতে অনুরোধ জানিয়েছে। নিয়ম ভঙ্গের ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
মেট্রোরেল কর্তৃপক্ষ আশা করছে, যাত্রীরা নির্ধারিত নিয়ম মেনে চললে রমজান মাসে নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করা সম্ভব হবে। কর্তৃপক্ষ যাত্রীদের যথাযথ নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।