ছাত্রলীগের মূলনীতি ছাত্রদলের বলে উল্লেখ, ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক
জেলা প্রতিনিধি -গাইবান্ধা
প্রকাশিত: সোমবার ৬ই জানুয়ারী ২০২৫ ১১:২৩ পূর্বাহ্ন
ছাত্রলীগের মূলনীতি ছাত্রদলের বলে উল্লেখ, ভিডিও ভাইরাল

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ছাত্রলীগের মূলনীতি ভুলবশত ছাত্রদলের বলে উল্লেখ করায় বিতর্কে জড়িয়েছেন বেতকাপা ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শিবলু প্রধান। সম্প্রতি তার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।  


শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় পলাশবাড়ীর মাঠেরহাট বাজারে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত এক আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবলু প্রধান। বক্তব্যে তিনি "শিক্ষা, শান্তি, প্রগতি" যা বাংলাদেশ ছাত্রলীগের মূলনীতি হিসেবে পরিচিত, সেটি ছাত্রদলের মূলনীতি বলে উল্লেখ করেন। তার এই মন্তব্য দ্রুতই নজর কাড়ে এবং ভিডিওটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।  


ভিডিওটি ভাইরাল হওয়ার পর ছাত্রদলের জেলা এবং উপজেলার নেতাকর্মীদের মধ্যে বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে। এ নিয়ে জেলাজুড়ে ব্যঙ্গ-রসাত্মক আলোচনা শুরু হয়েছে। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি শেয়ার করে নেতার অসাবধানতাকে কটাক্ষ করেছেন।  


বিষয়টি নিয়ে শিবলু প্রধান বলেন, "ভুলবশত আমি ছাত্রদলের মূলনীতির পরিবর্তে ছাত্রলীগের মূলনীতি বলে ফেলেছি। এটি অনিচ্ছাকৃত ভুল। আমি কখনোই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না। বেতকাপা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান ফুয়াদ অনুপস্থিত থাকায় দলের নেতাদের সঙ্গে আলোচনা করেই আমি ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছি।"  


এদিকে স্থানীয় রাজনৈতিক মহল এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মত প্রকাশ করছে। ছাত্রদলের একাংশ বিষয়টিকে নেতার অনভিজ্ঞতার ফলাফল বলে মন্তব্য করেছে। তবে ছাত্রলীগের নেতারা বিষয়টি নিয়ে মজা করে শিবলুর বক্তব্যকে তাদের সংগঠনের প্রতি তার অনিচ্ছাকৃত সমর্থন বলে অভিহিত করেছেন।  


ঘটনাটি শুধুই ভুল নাকি দলের কর্মীদের আদর্শগত অস্পষ্টতার প্রতিফলন, তা নিয়ে চলছে বিশ্লেষণ। তবে এ ধরনের ভুল যেন আর না হয়, সে বিষয়ে দলীয় পর্যায়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় নেতারা।  


সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এই ভিডিও বর্তমানে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি করেছে। অনেকে এই ঘটনাকে রাজনীতিতে নেতৃত্বের যোগ্যতার অভাবের উদাহরণ হিসেবে উল্লেখ করছেন।


আপনার চাহিদা অনুযায়ী সংবাদটি সাজানো হয়েছে। আরো কোনো পরিবর্তন বা নতুন কিছু প্রয়োজন হলে জানাবেন।