
প্রকাশ: ২ অক্টোবর ২০১৯, ১৭:৪৪

মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ ছোট দেশ কাতার। দেশটিতে রয়েছে প্রায় আড়াই হাজার মসজিদ। অধিকাংশ মসজিদে বাংলাদেশি ইমাম-মুয়াজ্জিনরা সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন। নতুন করে আরও ইমাম ও মুয়াজ্জিন নেবে কাতার। কাতারের ধর্ম মন্ত্রণালয়ের সুদৃষ্টি রয়েছে বাংলাদেশের দক্ষ হাফেজ ও আলেমদের দিকে, যা বাংলাদেশি দক্ষ হাফেজ ও আলেমদের জন্য সুখবরও বটে।
কাতারে ইমাম ও মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করতে আগ্রহীদের জন্য তুলে ধরা হলো আবেদন প্রক্রিয়া-

আবেদনকারীর প্রস্তুতি
কাতারে ইমাম ও মুয়াজ্জিন হিসেবে নিজেদের নিয়োজিত করতে ১ অক্টোবর রাজধানী ঢাকার মোহাম্মদপুর কেন্দ্রীয় (কবরস্থান) মসজিদে রেজিস্ট্রেশন ও পরবর্তী পদক্ষেপ যথাযথ অনুসরণ ও অনুকরণ করা জরুরি।
ইনিউজ ৭১/এম.আর