জনপ্রশাসনে পদমর্যাদা ও আর্থিক সুবিধা পাচ্ছেন ৭৬৪ সাবেক কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক
সামির আসাফ, প্রতিনিধি ( ঢাকা )
প্রকাশিত: রবিবার ১৫ই ডিসেম্বর ২০২৪ ০৩:৪২ অপরাহ্ন
জনপ্রশাসনে পদমর্যাদা ও আর্থিক সুবিধা পাচ্ছেন ৭৬৪ সাবেক কর্মকর্তা

১৫ বছর পর অবসরপ্রাপ্ত ৭৬৪ সাবেক সরকারি কর্মকর্তাকে পদমর্যাদা ও আর্থিক সুবিধা প্রদান করবে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই পদোন্নতির সুপারিশ করেছে বঞ্চনা নিরসন কমিটি, যা অন্তর্বর্তী সরকার গঠন করা পর প্রতিষ্ঠিত হয়েছিল। উপসচিব থেকে সচিব পর্যন্ত বিভিন্ন স্তরের কর্মকর্তাদের জন্য এই পদোন্নতির প্রস্তাব করা হয়েছে।


রোববার (১৫ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব জানান, গত ২০০৯ সাল থেকে ৪ আগস্ট পর্যন্ত সরকারি চাকরিতে বঞ্চনার শিকার ও পরে অবসরপ্রাপ্ত এসব কর্মকর্তার জন্য 'ভূতাপেক্ষ' পদোন্নতির সুপারিশ করা হয়েছে। তিনি বলেন, "এটি পদোন্নতি না, বরং এটি একটি সামাজিক মান–মর্যাদা এবং আর্থিক সুবিধা প্রদান করা হবে।"


সর্বমোট ১,৫৪০টি আবেদন জমা পড়েছিল, যার মধ্যে ১৩টি আবেদন কমিটির আওতার বাইরে ছিল। বাকি ১,৫২৭টি আবেদন যাচাই-বাছাই শেষে কমিটি ৭৬৪ জন সাবেক কর্মকর্তার জন্য পদোন্নতির সুপারিশ করেছে। কমিটি জানায়, ৯ জনকে চার ধাপ, ৩৪ জনকে তিন ধাপ, ১২৬ জনকে দুই ধাপ এবং ৫৯৫ জনকে এক ধাপ পদোন্নতি দেওয়ার সুপারিশ করা হয়েছে।


জ্যেষ্ঠ সচিব আরও বলেন, "নতুন পদোন্নতির পর এদের আর্থিক সুবিধা দিতে ৫০ থেকে ৬০ কোটি টাকার প্রয়োজন হতে পারে।" এ পদোন্নতি অবশ্যই সরকারি আদেশের মাধ্যমে কার্যকর হবে এবং পেনশনের ক্ষেত্রেও এই সুবিধা প্রযোজ্য হবে। 


এছাড়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আরও জানান, পদমর্যাদা বৃদ্ধি করার জন্য সরকার ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনার পর এটি বাস্তবায়িত হবে। 


কমিটি গঠনের পর, ১০ ডিসেম্বর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেওয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, খুব শিগগিরই এ প্রক্রিয়া সম্পন্ন হবে এবং কর্মকর্তাদের আর্থিক সুবিধা প্রদান শুরু হবে। 


এ পদোন্নতির মাধ্যমে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের দীর্ঘ সময়ের পর তাদের ন্যায্য অধিকার ফিরে পাওয়া যাবে, যা তাদের সামাজিক মর্যাদা এবং আর্থিক স্থিতিশীলতায় সহায়ক হবে।