আল্লাহ তাআলার কাছে নবিজি পেয়েছেন বিশেষ মর্যাদা। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘আমাকে ব্যাপক অর্থবোধক বাক্যের দক্ষতাসহ প্রেরণ করা হয়েছে এবং ব্যক্তিত্বের প্রভাব দ্বারা সাহায্য করা হয়েছে। একরাত্রে আমি যখন ঘুমন্তবস্থায় ছিলাম তখন ধনভাণ্ডারের চাবিসমূহ আনা হয়, এরপর তা আমার হাতে রেখে দেওয়া হয়। হাদিসে পাকে এভাবে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আরও অনেক বিশেষ মর্যাদা ঘোষণা করা হয়েছে। সেগুলো কী?
হজরত জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘আমাকে এমন পাঁচটি জিনিস দেওয়া হয়েছে, যা আমার আগে আর কাউকে দেওয়া হয়নি। (তাহলো)-
১. আমাকে এক মাসের দূরত্বের মধ্যে রু’ব (الرُّعْبِ) ভীতি দ্বারা সাহায্য করা হয়েছে।
২. আমার জন্য মাটিকে মসজিদ ও পবিত্রতা অর্জনের উপকরণ বানানো হয়েছে। কাজেই আমার উম্মতের কোনো লোক যেখানেই নামাজের সময় হয়ে যাবে, সে যেন সেখানেই নামাজ আদায় করে নেয়।
৩. আমার জন্য গনীমাতের সম্পদ বৈধ করা হয়েছে, যা ইতোপূর্বে কারো জন্য বৈধ ছিল না।
৪. আমাকে শাফায়াতের অধিকার দেওয়া হয়েছে।
৫. প্রত্যেক নবি প্রেরিত হয়েছেন কেবলমাত্র আপন আপন গোত্রের জন্য, কিন্তু আমি প্রেরিত হয়েছি সমগ্র মানবজাতির জন্য। (বুখারি ও মুসলিম)
অন্য হাদিসে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘আমাকে ছয়টি বিষয়ে অন্যান্য নবীদের ওপরে সম্মান দেওয়া হয়েছে-
১. আমি জাওয়ামিউল কালিম প্রাপ্ত হয়েছি (অর্থাৎ আমাকে অল্প কথায় ব্যাপক অর্থ ব্যক্ত করার দক্ষতা দেওয়া হয়েছে)।
২. রু’ব (ভীতি) দ্বারা আমাকে সাহায্য করা হয়েছে।
৩. আমার জন্য গনীমাতের সম্পদ বৈধ করা হয়েছে।
৪. সমগ্র জমিন আমার জন্য মাসজিদ ও পবিত্রতার উপাদান করা হয়েছে।
৫. গোটা বিশ্বের সৃষ্টিজীবের জন্য আমাকে (নবিরূপে) প্রেরণ করা হয়েছে এবং
৬. নবি আগমনের ধারা আমার মাধ্যমেই শেষ করা হয়েছে। (মুসলিম)
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সুন্নতের অনুসরণ ও অনুকরণ করার তাওফিক দান করুন। বেশি বেশি দরুদ পড়ার তাওফিক দান করুন। আমিন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।