যেভাবে সাবেক বিদ্যুৎ উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
জিয়াউল হক জুয়েল (স্টাফ রিপোর্টার)
প্রকাশিত: বুধবার ১১ই সেপ্টেম্বর ২০২৪ ১২:১০ পূর্বাহ্ন
যেভাবে সাবেক বিদ্যুৎ উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী গ্রেপ্তার

ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৪ – সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহীকে গতরাতে ঢাকার গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করেছে ডিবি (ডিটেকটিভ ব্রাঞ্চ)। ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করীম মল্লিক এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। 


তিনি জানান, রাত আনুমানিক পৌণে ১০টায় ডিবির একটি বিশেষ দল গুলশানে অভিযান চালিয়ে তৌফিক-ই-ইলাহীকে গ্রেপ্তার করে। তবে, গ্রেপ্তারের সুনির্দিষ্ট কারণ এবং তৌফিক-ই-ইলাহীকে কোথায় রাখা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। 


এদিকে, এই গ্রেপ্তারের খবরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে, সরকারের বিদ্যুৎ ও জ্বালানি নীতির সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়েই আলোচনা তুঙ্গে। 


পরবর্তী আপডেট জানার জন্য চোখ রাখুন আমাদের পরবর্তী সংবাদে।