দেশের বর্তমান পরিস্থিতিতে নিম্নবিত্ত ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার (২৩ জুলাই) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কোটা আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ এবং কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে সাধারণ মানুষের জীবন-জীবিকা অচল হয়ে পড়েছে। নিম্নবিত্ত খেটে খাওয়া মানুষের উপার্জনের স্বাভাবিক কার্যক্রমও সাময়িকভাবে বিঘ্নিত হচ্ছে।
এ অবস্থায় দলের নেতাকর্মীদের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান শেখ হাসিনা। বিবৃতিতে সমাজের বিত্তবানদেরও খেটে খাওয়া মানুষের জন্য সহায়তার হাত বাড়াতে অনুরোধ করেন সরকারপ্রধান।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।