কাবার পুরানো গিলাফ রয়েছে যে মসজিদে

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: শনিবার ৮ই মে ২০২১ ০৪:৩৪ পূর্বাহ্ন
কাবার পুরানো গিলাফ রয়েছে যে মসজিদে

তুরস্কের ইস্তাম্বুল শহর থেকে প্রায় দেড় ঘণ্টা সমুদ্র পথ অতিক্রম করে পৌঁছাতে হয় অটোমানদের প্রথম রাজধানী বুরসা’য়। বুরসা এলাকাতেই অবস্থিত ‘উলু মসজিদ’। এই মসজিদেই রাখা হয়েছে কাবা ঘরে ব্যবহৃত একটি পুরনো গিলাফ।


এটি ৬১৯ বছরের প্রাচীন মসজিদ। অটোমান আমলে নির্মিত ঐতিহ্যবাহী একটি মসজিদ এটি। যে মসজিদটি সুলতান বায়েজিদ প্রথম নির্মাণ করেছিলেন।



অটোমান সাম্রাজ্যের ইস্তাম্বুল সাম্রাজ্য বিজয়ের আগ পর্যন্ত এটিই ছিল তাদের জাতীয় মসজিদ। উলু মসজিদ তাদের কাছে স্মরণীয় হয়ে আছেন সুলতানদের পদচারণায় ধন্য হওয়ার জন্য।



মসজিদটি শুধুমাত্র তুরস্কের জন্য নয়, সারা বিশ্বের জন্য উল্লেখযোগ্য পাঁচটি মসজিদের মধ্যে একটি ছিল এই মসজিদটি। এখান থেকে অটোমান সাম্রাজ্যের শাসন গড়ে উঠেছিল।


#ইনিউজ৭১/এনএইচএস/২০২১