প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২১, ১০:৩৫
বিয়ে বান্দার জন্য এক বিশেষ নেয়ামত। সুন্নাতের অনুসরণে সহজ ও কম খরচের বিয়ে শান্তি ও বরকতময় হয় বলেছেন বিশ্বনবি। অথচ বিয়ের অনুষ্ঠানে এত পরিমাণ খরচ করা হয়; যা মেটাতে মানুষকে হিমশিম খেতে হয়। তাহলে হাদিসের নির্দেশনা অনুযায়ী বিয়ের খরচ কেমন হওয়া উচিত?
হ্যাঁ, যে বিয়েতে খরচ কম হয়, সে বিয়েই কল্যাণ ও শান্তিপূর্ণ হয়। কেননা অযথা বিয়ের ব্যয় বাড়ানো বা অযথা খরচ করা অকল্যাণ ও অশান্তির কারণ হিসেবে বিবেচিত।কেননা বিয়ের নামে মাত্রারিক্ত খরচ অনেক সময় মারাত্মক অপব্যয় ও অপচয়ের শামিল। সে কারণেই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কম খরচে বিয়ে সম্পন্ন করার প্রতি গুরুত্বারোপ করেন। হাদিসে এসেছে-
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে বিয়ে যত সহজ এবং স্বল্প ব্যয়ে হয়; সেই বিয়ে ততই শান্তি ও বরকতময় হয়।’ (মিশকাত) বিয়েতে কী পরিমাণ অর্থ ব্যয় করা যাবে বা খরচ করা যাবে এ হাদিস থেকে তাও অনুমেয়। অর্থাৎ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঘোষণা হলো- বিয়েতে যতটুকু খরচ না করলেই নয়, ঠিক সে পরিমাণ ব্যয় করা আবশ্যক। এতেই রয়েছে সবচেয়ে বেশি কল্যাণ ও বরকত।
মনে রাখা জরুরি
আল্লাহ তাআলা নারী-পুরুষের জন্য বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার এ ব্যবস্থা প্রণয়ন করেছেন। বর্তমান সময়ে সমাজের দিকে লক্ষ্য করলে দেখা যায়, বিয়ের সময় অনেক ক্ষেত্রে অনর্থক খরচ করা হয়, যা অপব্যয় ছাড়া কিছুই নয়। মাত্রারিক্তি অনর্থক খরচ অনেক সময় পরিবারের অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। এমনকি এসব অনর্থক খরচের কারণে অনেকের বিয়েও ভেঙে যায়, যা কোনোভাবে কাম্য নয়।
সুতরাং মুমিন মুসলমানের উচিত, খবু কম খরচে অপব্যয় না করে বিয়েশাদি সম্পন্ন করা। হাদিসের ওপর যথাযথ আমল করা। সামর্থ্য অনুযায়ী সহজভাবে স্বল্প খরচ ও আয়োজনে বিয়ে সম্পন্ন করা। আর তাতে এ বিয়ে হবে শান্তি ও বরকতময়।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসেরে নির্দেশনা অনুযায়ী বিয়ে করার এবং বিয়ের খরচ নির্বাহ করার তাওফিক দান করুন। শান্তি ও বরকতময় বিয়ের আয়োজন করার তাওফিক দান করুন। আমিন।