পলাশ শীল : সম্মানিত উপদেষ্টা, আলহাজ্ব আকরাম সাহেব এর আম্মাজান, বেগম শফিউনেচ্ছার মৃত্যুতে পটিয়া সমিতির কতৃীক আয়োজিত শোক সভা ও কোরান খতম এবং দোয়া মাহফিল শেষে, উপস্থিত, উপদেষ্টা জনাব রফিকুল আলম, গাজী আসলাম , গাজী নেজাম উদ্দিন সহ, সমিতি পরিবারের সিনিয়র নেতৃবৃন্দর সম্মতিক্রর্মে গত ২২ আগষ্ট রোজ বৃহস্পতিবার, মোভেলা সানাইয়াতে সভাপতি ও সেক্রেটারী নাম ঘোষণা করা হয়, সভাপতি হাজী মোহাম্মদ নাজিম উদ্দীন সাধারন সম্পাদক মোহাম্মদ আলম হাজী নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও মোহাম্মদ আলমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, মৌলানা হাফেজ সালাউদ্দিন, মৌলনা,ফিরোজ, মৌলনা, তাহের,মৌলানা নেজাম উদ্দিন, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব আকরাম সাহেব , স্যোসাল ক্লাবের সাবেক সভাপতি মহিউদ্দিন, ব্যবসায়ী শাহাবুদ্দিন, সেলিম হায়দার, নেজাম উদ্দিন, হাফেজ মনির উদ্দিন, গাজী আকরাম, গাজী আসলাম।
সিনিয়র সহ-সভাপতি সেলিম উদ্দিন, মো: নাজিম উদ্দিন, মো: আযুইব, মো: আদনান, মো: বোরহান, মো: আরাফাত, মো: ইসমাইল, মো: শহিদ, মো: হান্নান, মো: আজাদ ইমরান, মো: নুরু উদ্দিন, মো: ফারুক, মো: আরমান, মো:; ইলিয়াস সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন,
দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তারা বলেন, পটিয়া সমিতি সব সময় মানবতার সেবায় কাজ করে যাবেন পটিয়া তর্থা চট্টগ্রামের সম্মান বিশ্বের দরবারে পৌছানো সম্ভব হবে। এবং আখেরি মোনাজাতে সকল প্রবাসী বাংলাদেশ এবং বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করা হয়।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।