
প্রকাশ: ২৫ আগস্ট ২০১৯, ৫:৬

পলাশ শীল : সম্মানিত উপদেষ্টা, আলহাজ্ব আকরাম সাহেব এর আম্মাজান, বেগম শফিউনেচ্ছার মৃত্যুতে পটিয়া সমিতির কতৃীক আয়োজিত শোক সভা ও কোরান খতম এবং দোয়া মাহফিল শেষে, উপস্থিত, উপদেষ্টা জনাব রফিকুল আলম, গাজী আসলাম , গাজী নেজাম উদ্দিন সহ, সমিতি পরিবারের সিনিয়র নেতৃবৃন্দর সম্মতিক্রর্মে গত ২২ আগষ্ট রোজ বৃহস্পতিবার, মোভেলা সানাইয়াতে সভাপতি ও সেক্রেটারী নাম ঘোষণা করা হয়, সভাপতি হাজী মোহাম্মদ নাজিম উদ্দীন সাধারন সম্পাদক মোহাম্মদ আলম হাজী নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও মোহাম্মদ আলমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, মৌলানা হাফেজ সালাউদ্দিন, মৌলনা,ফিরোজ, মৌলনা, তাহের,মৌলানা নেজাম উদ্দিন, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব আকরাম সাহেব , স্যোসাল ক্লাবের সাবেক সভাপতি মহিউদ্দিন, ব্যবসায়ী শাহাবুদ্দিন, সেলিম হায়দার, নেজাম উদ্দিন, হাফেজ মনির উদ্দিন, গাজী আকরাম, গাজী আসলাম।
সিনিয়র সহ-সভাপতি সেলিম উদ্দিন, মো: নাজিম উদ্দিন, মো: আযুইব, মো: আদনান, মো: বোরহান, মো: আরাফাত, মো: ইসমাইল, মো: শহিদ, মো: হান্নান, মো: আজাদ ইমরান, মো: নুরু উদ্দিন, মো: ফারুক, মো: আরমান, মো:; ইলিয়াস সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন,

ইনিউজ ৭১/টি.টি. রাকিব