মহিববুর দম্পতির ৩৯ কোটি টাকার প্রশ্নবিদ্ধ লেনদেন, দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক
আনোয়ার হোসেন আনু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার ২৪শে ডিসেম্বর ২০২৪ ০৭:১৬ অপরাহ্ন
মহিববুর দম্পতির ৩৯ কোটি টাকার প্রশ্নবিদ্ধ লেনদেন, দুদকের মামলা

১১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৩৯ কোটি টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগে পটুয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান এবং তার স্ত্রী ফাতেমা আক্তার রেখার বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৩ ডিসেম্বর) দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম বাদী হয়ে এই মামলাগুলো দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম।


দুদকের অনুসন্ধানে উঠে এসেছে, ২০০০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়ের আয়-ব্যয়ের হিসাব বিবেচনায় সাবেক মন্ত্রী মো. মহিববুর রহমান ৭ কোটি ৬৪ লাখ ৩১ হাজার ৪৭৯ টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন। এছাড়া, তার নামে থাকা ২৩টি ব্যাংক হিসাবে ২৩ কোটি ৭২ লাখ ৩৭ হাজার ৫৭৬ টাকা সন্দেহভাজন লেনদেনের তথ্য পাওয়া গেছে।


অন্যদিকে, তার স্ত্রী ফাতেমা আক্তার রেখার বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, তিনি জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩ কোটি ৯২ লাখ ১৯ হাজার ৭৫২ টাকার সম্পদ অর্জন করেছেন এবং তা দখলে রেখেছেন। তার নামে থাকা ১১টি ব্যাংক হিসাবে ১৫ কোটি ৫১ লাখ ৮৪ হাজার ৩৯৮ টাকার সন্দেহভাজন লেনদেনের তথ্য পাওয়া গেছে। দুদকের অনুসন্ধানে আরও জানা গেছে, এই অর্থ দুর্নীতি ও ঘুষের মাধ্যমে প্রাপ্ত এবং মানিলন্ডারিং অপরাধের অংশ।


ফাতেমা আক্তার রেখার বিরুদ্ধে দায়ের করা মামলায় তার স্বামী মো. মহিববুর রহমানকে সহযোগী আসামি করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, সম্পদ অর্জনে তিনি তার স্ত্রীকে প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছেন।


এদিকে, তাদের এই অঢেল সম্পদের বিবরণ তুলে ধরে বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তার স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি আরও আলোচনায় আসে।


মামলাগুলোতে দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারার অধীনে অভিযোগ আনা হয়েছে।