ইতালিতে অবৈধ প্রবাসীদের বৈধ হবার সুযোগ শীঘ্রই

নিজস্ব প্রতিবেদক
প্রবাসী প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার ২০শে ডিসেম্বর ২০১৯ ১১:৪১ পূর্বাহ্ন
ইতালিতে অবৈধ প্রবাসীদের বৈধ হবার সুযোগ শীঘ্রই

নতুন বছরের যেকোন সময় ইতালিতে অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের বৈধকরণ শুরু করার প্রক্রিয়া গ্রহণ করেছে সরকার। গত ৩ ডিসেম্বর ইতালির আইন সভার সিনেট কমিশন এই বিলটি নিয়ে কাজ শুরু  করেন। ২০২০ সালে যেকোন সময় এই বৈধকরণ বিলটি গেজেট আকারে প্রকাশ হবে। এই প্রক্রিয়ায় ইতালিতে বসবাসকারী যেকোন অবৈধ ব্যক্তির একটি কাজের চুক্তিনামা থাকতে হবে বলে জানা গেছে।   

সরকারি হিসাবে গত ২০১৮ সালের শেষে ইতালিতে ৫ লক্ষ ৩০ হাজার অবৈধ অভিবাসীর তথ্য রয়েছে। বর্তমানে এই সংখ্যা ৬ লক্ষ ৭০ হাজার বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে বেশ কয়েক হাজার বাংলাদেশিও রয়েছে। ইতালির বর্তমান সরকার সাধারণ ক্ষমার আওতায় এই বৈধকরণের সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে ২০০২ সালের সাধারণ ক্ষমার আওতায় ৬ লক্ষ ৫০ হাজার অবৈধ অভিবাসী ইতালিতে বৈধ হবার সুযোগ পেয়েছিলেন। সেইসব নতুন শ্রমিকরা পাঁচ বছর পরেও ৮৫ শতাংশ কর্মে নিয়োজিত ছিলেন। যা ইতালির অর্থনীতিতে সহায়ক ভূমিকা রেখেছিল।

ইনিউজ ৭১/এম.আর