নবগঠিত ইতালী আওয়ামী লীগের উদ্যোগে রোমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। গত ১০ জানুয়ারী সন্ধ্যায় রাজধানী রোমের পিয়াচ্ছালে প্রেনেসতিনো একটি রেষ্টুরেন্টের হলরুমে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন বৃহত্তর ঢাকার কৃতি সন্তান বিশিষ্ট রাজনতিক ও সামাজিক ব্যক্তিত্ব, ইতালী আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব জামান মোক্তার, ইতালী আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সাবেক ছাত্রনেতা মান্নান মাদবর মঞ্জুর পরিচালনায় এ আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন ইতালী আওয়ামী লীগের সহ সভাপতি বরিশাল তথা দক্ষিণ বাংলার কৃতি সন্তান দীর্ঘদিনের পরীক্ষিত বঙ্গবন্ধুর সৈনিক কামরুল আহসান মন্টু, যুগ্ম সাধারন সম্পাদক তারুন্যদীপ্ত নেতৃত্ব শেখ ইসাহাক, টাঙ্গাইলের কৃতি সন্তান টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক বলিষ্ট কন্ঠস্বর মাসুদুর রহমান সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক কবীর হোসেন, স্বপন হাওলাদার, দপ্তর সম্পাদক জি আর মানিক, উপদপ্তর সম্পাদক রাজিব রহমান, মহিলা সম্পাদিকা রীনা কবীর, বঙ্গবন্ধু পরিষদ ইতালীর সভাপতি মোঃ নুরুল কবির, ধর্ম বিষয়ক সম্পাদক মোজাম্মেল হোসেন, রোম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক হাজী সুইট, মানব সম্পদ বিষযক সম্পাদক বিক্রম পাল, সম্মানিত সদস্য মনির হোসেন।
আলোচনা সভায় বক্তারা বলেন ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধিন হলেও ১০ জানুয়ারী মহাকালের মহানায়ক জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রত্যাবর্তনের পরই বাঙ্গালী প্রকৃত স্বাধিনতার স্বাদ পায়।
সভায় বক্তারা ইতালী আওয়ামী লীগের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে বলেন আওয়ামী লীগকে কোন ব্যক্তি বা গোষ্ঠী কুক্ষিগত করে রাখতে পারবে না। আওয়ামী লীগ কারো অর্থ আয়ের উৎস হতেরপারে না। যে সকল ত্যাগী নেতা কর্মীরা ইতালীতে বসবাস করেন একমাত্র তারাই ইতালী আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়ার হকদার।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।