জীবনের তাগিদে ২০বছর আগে ওমান আসেন মোঃ নাসির উদ্দীন। তিনি চট্টগ্রাম রাউজান পূর্ব গুজরা ইসলামাবাদ আব্দুল আমিনের ছেলে। নাসির উদ্দীন আসার পর থেকে বিগত ১৭বছর যাবৎ ভিসা পতাকা ছাড়া ওমানে অবস্থান করে আসছিলো। গত ৫ জানুয়ারী সে হঠাৎ কর্মস্থলে অসুস্থ হয়ে পড়লে স্থানীদের সহযোগিতায় প্রথমে জালান হাসপাতালে ভর্তি করা হয়।
জালান হাসপাতালে তার শারীরিক অবস্থার অবনতি হলে পরবর্তীতে মাস্কাট রয়েল হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন ভিসা পতাকার মেয়াদ না থাকায় হাসপাতাল কতৃপক্ষ তাকে দেশে পাঠানোর জন্য ওমাস্থ বাংলাদেশ দূতাবাসের সহযোগীতা চায়। তার শারীরিক অবস্থা একটু পরিবর্তন হলে, ডাক্তারের পরামর্শ ক্রমে তাকে দূতাবাসের আইন সহকারী মাসুদ করিমের মাধ্যম আইনী জটিলতা সস্পন্ন করে।
অসুস্থ নাসির উদ্দিনকে প্রায় এক মাস চিকিৎসা শেষে, (২৯ জানুয়ারী) মঙ্গলবার রাতে বাংলাদেশ বিমান যোগে তাকে দেশে তার পরিবারের নিকট পৌঁছানে হয়। যাওয়ার পূর্বে তিনি তিনি প্রবাস জীবনর এমন দূরসময়ে তার পাশে থেকে সহযোগিতা করায়। দূতাবাস আইন সহকারী মাসুদ করিমসহ, দূতাবাস কতৃপক্ষের প্রতি ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।