ড. রাব্বী আলম যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের নবনিযুক্ত আহবায়ক, আনোয়ার কবির খান ১নং যুগ্ম আহবায়ক এবং ড. খাজা শাহাব আহমেদ ১নং সদস্য।
গতকাল বুধবার ২৯ শে জানুয়ারী ২০২০ সকাল ১১ টায় বঙ্গবন্ধু পরিষদের কেন্দীয় কার্যালয়ে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের প্রতিনিধিদের এক মতবিনিময় সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারন সম্পাদক বীর মুক্তিযাদ্ধা এবং গনপ্রজাতন্এ্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার সাবেক রাজনৈতিক উপদেষ্টা এবং বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগের সিনিয়র উপদেষ্টা জনাব ড. এস এ মালেকের সহিত এ সৌজন্য সাক্ষাত্কার অনুষ্ঠানে, ড. মালেক যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের নতুন ৩১ সদjস্যের আহবায়ক কমিটির অনুমোদন করেন।
এ কমিটিতে ড. রাব্বী আলম কে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের নবনিযুক্ত আহবায়ক, আনোয়ার কবির খান কে ১নং যুগ্ম আহবায়ক এবং ড. খাজা শাহাব আহমেদ কে ১নং সদস্য করে অনুমোদিত কমিটি, কমিটির সদস্য মিশিগান প্রতিনিধি মিনহাজ রাসেল চৌধুরীর নিকট হাস্তান্তর করেন। এ সময় এক ভিডিও নির্দেশনার মাধ্যমে তিনি এ কার্যকরী কমিটিকে স্বাগত জানান এবং সংগঠনিক দিকনির্দেশনা প্রদান করেন।
ড. মালেক বলেন যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধুর খুনিদের কে বিচারের আওতায় এনে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে। কি করে খুনিরা নিজের জবানবন্দি দেবার পরও যুক্তরাষ্ট্রের থাকে পারে। তিনি বলেন ড. রাব্বী আলমের নেত্রত্বে ওই সকল খুনিদের কে খুবশীঘ্রই বিচার প্রক্রিয়া কে যথাযথ জুডিশিয়াল প্রসিডিংয়ের মাধ্যমে ট্রাম্প সরকারকে চাপ দিতে হবে।
যুক্তরাষ্ট্রের বঙ্গবন্ধুর শততম জম্মবার্ষীকি যথাযথ মর্যদায় পালন করতে নির্দেশনা দেন এবং যুক্তরাষ্ট্রের মুলধারার লবিংয় ও চ্যানেল স্খাপনের পরামর্শ দেন। যুক্তরাষ্ট্রের সকল পূর্ববর্তী কমিটিকে এই নতুন কমিটির নির্দেশনা এবং নিতিমাল মানন করার নির্দেশ দেন। আমেরিকার বিশ্ববিদ্যালয় ও কলেজে বঙ্গবন্ধু ছাএ পরিষদ “বঙ্গবন্ধু স্টুডেন্ট সোসাইটি” এবং বঙ্গবন্ধু মহিলা পরিষদ করবার আদেশ করেন।
এসময় যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের প্রেস উইং কার্যকরী সদস্য মিনহাজ রাসেল চৌধুরী (মিশিগান) প্রথিনিধি, সোহরাফ সরকার (নিউ ইয়ার্ক) প্রতিনিধি, ইলোরা কবির বঙ্গবন্ধু কমিশন ফরেন এফিয়ার্স, তোফা খানম কান্ট্রি রিসার্স কো ডিরেক্টর, সহেলী পারভীন গবেষনা ইনচার্জ, সোহেল আরিফিন শিবলী কান্টি ডিরেক্টর উপস্হিত ছিলেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন স্পেন আওয়ামী লীগের সাধারন সম্পাদক জনাব রিজভী আলম। জনাব রিজভী বলেন আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী দের কে নিরবাচিত করুন এবং বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার হাত কে শক্তিশালী করুন। যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক ড. রাব্বী আলমের পক্ষ থেকে এবং বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে ড. এস এ মালেকের হাতে একটি ক্রেষ্ট প্রদান করে সভার সমাপ্তি করা হয়।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।