দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রবাসী প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার ১১ই ফেব্রুয়ারি ২০২০ ০৭:৪৫ অপরাহ্ন
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকায় পোর্ট এলিজাবেথে মুরাদ খান (৩২) নামে এক বাংলাদেশি সন্ত্রাসীর গুলিতে নিহত হয়েছে। রবিবার (৯ জানুয়ারি) এলিজাবেথ ওষ্টান মেইন রোড মারুফ সুপার মার্কেট সকালে দোকান খোলার পরেই গ্লাসের ভেতর দিয়ে সন্ত্রাসীরা মুরাদের বুকে ও পিঠে এলোপাতাড়িভাবে গুলি করে পালিয়ে যায়।

এ সময় বড় ভাই মারুফ অন্যরুমে ঘুমে ছিল। পরে গুলির শব্দ শুনে ঘটনাস্থলে বড় ভাই মারুফ, বাসার মালিক ও কর্মচারী চলে আসেন। তাকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

জানা যায়, কিছুদিন আগে বড় ভাই মারুফের সঙ্গে বেশ কিছু আফ্রিকান লোকদের সঙ্গে ঝগড়া হয়েছিল। মারুফ থানায় মামলাও করেছিল। সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে মারুফের পরিবর্তে রবিবার ভোরে দোকানে থাকা ছোট ভাই মুরাদকে গুলি করে। নিহত মুরাদ খান প্রায় ১৪ বছর যাবত দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করে আসছে। নিহত মুরাদ খান চৌহমুনি মুহাম্মদপুর গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ কমকর্তা মাবুদ খানের ২য় পুত্র।