চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহ মামলায় আটক বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানি পিছিয়ে গেছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে তার পক্ষে কোনো আইনজীবী উপস্থিত না থাকায় এবং রাষ্ট্রপক্ষের সময় চাওয়ার প্রেক্ষিতে আদালত পরবর্তী শুনানির তারিখ ২ জানুয়ারি ২০২৫ নির্ধারণ করেন।
চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট এনামুল হক জানান, চিন্ময়ের পক্ষে কোনো আইনজীবী শুনানি করেননি। একইসঙ্গে রাষ্ট্রপক্ষও সময় প্রার্থনা করেছে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত তারিখ পর্যন্ত তাকে কারাগারে থাকতে হবে। তবে তার আইনজীবীরা জামিন শুনানির তারিখ এগিয়ে আনার জন্য আবেদন করতে পারেন।
গত ২৫ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় ঢাকায় গ্রেপ্তার হন চিন্ময় কৃষ্ণ দাস। পরদিন তাকে চট্টগ্রামের আদালতে হাজির করা হলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এ ঘটনার পর আদালত প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করে ইসকন ও তার অনুসারীরা।
এরই মধ্যে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ সহিংস রূপ নেয়। গত সোমবার (২ ডিসেম্বর) চিন্ময়ের অনুসারীদের হামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ নিহত হন। পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় তাকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের ভিডিও ফুটেজে হত্যার চিত্র উঠে এসেছে।
এ হত্যাকাণ্ডের পর কোতোয়ালি থানায় ৩১ জনের নাম উল্লেখসহ মোট ১১৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়। ইতোমধ্যে আটজন আসামিকে রিমান্ডে নেওয়া হয়েছে।
এদিকে, চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি নিয়ে আইনজীবী মহলে উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবার মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মফিজুল হক ভূঁইয়ার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে আইনজীবীদের একটি অংশ।
এই পরিস্থিতিতে আদালত চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আদালত সংশ্লিষ্টরা বলছেন, চিন্ময়ের মামলাটি রাজনৈতিক ও সামাজিকভাবে গুরুত্বপূর্ণ। আদালতের পরবর্তী সিদ্ধান্তের ওপর নির্ভর করছে মামলার ভবিষ্যৎ গতি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।