নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম মো. নাসির উদ্দীন বলেছেন, “আমাদের উদ্দেশ্য স্পষ্ট—জাতিকে একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন উপহার দেওয়া। সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রয়োজন, আমরা তা করতে প্রস্তুত।” রোববার (২৪ নভেম্বর) শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নাসির উদ্দীন আরও জানান, "যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করার সক্ষমতা আমাদের আছে। এর আগে তথ্য ও জ্বালানি মন্ত্রণালয়ের সচিব হিসেবে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করেছি।"
আজ দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান নির্বাচন কমিশনারসহ চার নির্বাচন কমিশনার শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। নবগঠিত কমিশনের অন্য সদস্যরা হলেন: সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আবদুর রহমান মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমেদ, এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।
নবনিযুক্ত সিইসি নাসির উদ্দীন আরও বলেন, "অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য আমাদের যা যা করণীয়, তা করব, ইনশাআল্লাহ। যে দায়িত্ব এসেছে, তা সুষ্ঠুভাবে পালন করতে আমরা সবার সহযোগিতা চাই।"
উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর নির্বাচন কমিশনের সদস্যরা পদত্যাগ করেন। এর পরেই ৫ সেপ্টেম্বর পূর্ববর্তী কমিশন পদত্যাগ করলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন নির্বাচন কমিশন গঠন করেন।
নতুন কমিশনের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দায়িত্ব থাকছে। নির্বাচন কমিশন দেশব্যাপী সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
এদিকে, ২১ নভেম্বর রাষ্ট্রপতির পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে এ এম এম মো. নাসির উদ্দীনের নাম ঘোষণা করা হয় এবং তার নেতৃত্বে পাঁচ সদস্যের নতুন কমিশন গঠন করা হয়। এই কমিশন দেশের নির্বাচনী ব্যবস্থার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবে বলে আশা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।