দঃ বিবৃতিতে সুইজারল্যান্ড আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নিজাম উদ্দিন বলেন প্রিয়া সাহা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিকট যে নালিশ করেছেন তা রাষ্ট্রদ্রোহীতার সামিল।তাই তাকে দেশে ফিরিয়ে এনে রাষ্ট্রদ্রোহী মামলায় অভিযুক্ত করে জিজ্ঞাসাবাদ করা দরকার কি কারনে, কাদের স্বার্থে আমার সোনার বাংলাকে অসাম্প্রদায়িক দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। তিনি আরো বলেন, একজন মৌলবাদী মানুষ সে যে ধর্মেরই হোক না কেন তার মানসিকতা হয় সাম্প্রদায়িক। আমরা যারা অসাম্প্রদায়িকতার কথা বলি, আমরা সকল ধর্ম নির্বিশেষে অসাম্প্রদায়িকতার কথা বলি।
প্রেসিডেন্ট ট্রাম্পকে করা প্রিয়া সাহার অভিযোগের দৃশ্য দেখে আমার মনে হয়েছে তার অন্তরের অন্তস্থলে থাকা সাম্প্রদায়িকতার যে বীজ ছিল তার বহিঃপ্রকাশ ঘটেছে। সবচেয়ে দুঃখজনক হলো প্রিয়া সাহা এমন একজন মানুষের কাছে অভিযোগ করেছেন সেই ডোনাল্ড ট্রাম্প যিনি নিজেও একজন চরম বর্ণবাদী এবং সাম্প্রদায়িক রাজনীতিক হিসেবে পরিচিত। বাংলাদেশে যখনই সাম্প্রদায়িক আক্রমন হয়েছে, তখনই আমরা তার প্রতিবাদ করেছি। স্থানীয় পর্যায়ে বিচ্ছিন্ন ভাবে সরকার দলীয় কিছু লোকজনেরও কখনও কখনও সম্পৃক্ততা পাওয়া গেছে। কিন্তু শেখ হাসিনা সরকার কাউকেই বিন্দুমাত্র ছাড় দেননি। শেখ হাসিনা সরকারের শত্রুরাও স্বীকার করবে না যে তাঁর সরকার সাম্প্রদায়িক সম্পৃতি বিনষ্টে পৃষ্ঠপোষকতা দেয়।
অথচ, প্রিয়া সাহা ট্রাম্পের মতো একজন সাম্প্রদায়িক মানুষের কাছেই শেখ হাসিনা সরকারের বিরুদ্ধেই অভিযোগ করলেন? একবারও চিন্তা করলেন না এর ফলে বাংলাদেশে অযথা সাম্প্রদায়িক উত্তেজনা তৈরী হতে পারে। ধর্মীয় মৌলবাদী অপশক্তি তো সবসময় সাম্প্রদায়িক উত্তেজনা তৈরীর চেষ্টা করেই যাচ্ছে। প্রিয়া সাহা মৌলবাদী অপশক্তি সেই সাম্প্রদায়িক উত্তেজনা তৈরীর ক্ষেত্র প্রস্তুত করে দিলেন। খুবই দুঃখজনক!
আরও দুঃখজনক হলো প্রিয়া সাহার সমালোচনা করতে গিয়ে অনেকে হিন্দু সম্প্রদায়ের সকলেরই সমালোচনা করছেন। মনে রাখতে হবে প্রিয়া সাহা যা বলেছেন তার দায় তার নিজের, বাংলাদেশ হিন্দু সম্প্রদায়ের সকলের নয়। প্রিয়া সাহার এই বক্তব্যকে কেন্দ্র করে সাম্প্রদায়িক উস্কানি দেয়া থেকে বিরত থাকুন। না হলে মনে রাখবেন, প্রিয়া সাহা যে জঘন্য কাজ করেছে, আপনি তার থেকেও আরও জঘন্য কাজ করছেন। ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ। এখানে কোন ধরনের সাম্প্রদায়িক উস্কানি সহ্য করা হবে না।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।