তিনটি আসনের উপনির্বাচনে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। ঢাকা-১০ আসনের বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শফিউল ইসলাম মহিউদ্দিন। তিনি পেয়েছেন ১৫ হাজার ৯৫৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শেখ রবিউল আলম রবি পেয়েছেন ৮১৭ ভোট।
ইভিএম-এ অনুষ্ঠিত এই নির্বাচনে ভোট পড়েছে ৫ দশমিক দুই আট শতাংশ। শনিবার রাতে টিচার্স ট্রেনিং কলেজের ১১৭টি কেন্দ্রের ফলাফল নিয়ে শফিউল ইসলামকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কমকর্তা জি এম সাহাতাব উদ্দিন।
এদিকে, গাইবান্ধা-৩ আসনে আওয়ামী লীগের উম্মে কুলসুম স্মৃতি ও বাগেরহাট-৪ আসনে আমিরুল আলম মিলন জয়ী হয়েছেন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।